Category Archives: আল্লাহ-র করুণা ও শাস্তি

৪১৪

হযরত আবুযর গিফারী (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত:রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালাম বলেছেন;

মহান আল্লাহ বলেন,   “যে একটি সৎকাজ করবে সে এর দশগুন সওয়াব পাবে বা আমি তাকে আরো অধিক পরিমাণ প্রদাণ করবো।আর যে একটি গুনাহ করবে সে কেবল একটি গুনাহের-ই শাস্তি পাবে বা আমি তাকে ক্ষমা করে দেব।শোন হে মানবসকল,যে আমার দিকে এক বিঘত এগিয়ে আসবে আমি তার দিকে একহাত নিকটবর্তী হবো।যে ব্যক্তি আমার দিকে এক হাত নিকটবর্তী হবে আমি তার দিকে দুইহাত নিকটবর্তী হবো…যে ব্যক্তি পায়ে হেঁটে আমার দিকে অগ্রসর হবে আমি তার দিকে দৌড়ে যাবো। যে ব্যক্তি পৃথিবী সমান গুনাহ করবে তার জন্য আমি অনুরূপ ক্ষমা সহ অপেক্ষা করবো (শর্ত থাকে যে সে আমার সাথে কাউকে শরীক করবে না)।”
[বুখারী ও মুসলিম]

#রিয়াদুস সালিহীন[৪১৪]


৪৪৮

হযরত আনাস (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত,তিনি বলেন,একদিন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাষণ প্রদাণ করলেন যা আগে কখনো শুনি নি।এরপর তিনি বললেন:

“আমি যা জানি,তোমরা যদি জানতে,তাহলে হাসতে খুবই কম;আর কাঁদতে অবশ্যই অধিক পরিমাণে।”
তিনি (বর্ণনাকারী) বলেন,এ কথা শুনে সাহাবীগণ কাপড়ে মুখ আড়াল করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন।[বুখারী ও মুসলিম]

#রিয়াদুস সলিহীন[৪৪৮]


৪২০

হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত।তিনি বলেন,রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আল্লাহ্ যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন,তখন তাঁর কাছে আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রেখেছেন, “নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের উপর বিজয়ী হয়েছে”।”
[বুখারী ও মুসলিম]

#রিয়াদুস সলিহীন[৪২০]


৩৭৮

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

“নিশ্চয়ই মহান আল্লাহ কিয়ামতের দিন বলবেনঃ ওহে! যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করেছিলে, আজ আমি তাদের সুশীতল ছায়াতলে স্থান দেব। আর এদিনে আমার ছায়া ছাড়া আর কোন ছায়াই নেই।”  [বুখারী ও মুসলিম]


* রিয়াদুস সালেহীন – ৩৭৮